Select Page

দারিদ্রতা নিরসন ও বসিত্ম উন্নয়ন বিষয়ক অতিরিক্ত স্থায়ী কমিটির কার্যক্রম

কার্যপরিধিঃ

স্থানীয় সরকার বিভাগ কর্তৃক স্থায়ী কমিটি সমূহের কার্যপরিধি না পাওয়া পর্যনত্ম স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক পে্রিরত খসড়া কার্যপরিধি পৌরসভার ২৮/০১/২০১৪ খ্রি: তারিখ অনুষ্ঠিত মাসিক সাধারণ সভার আলোচনা ও সিদ্ধানেত্মর বিবিধ ৭(৬) নং অনুচ্ছেদে অনুমোদন করা হয়েছে। তন্মধ্যে স্বাস্থ্য, স্যানিটেশন, আবর্জনা অপসারণ স্থানানত্মর বিষয়ক অতিরিক্ত স্থায়ী কমিটির কার্যপরিধি (TOR) নিম্নরূপঃ

  • পৌর এলাকায় ইপিআই কর্মসূচীসহ প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা কর্মসূচী বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করা।
  • পৌর এলাকায় পরিবেশ ও পরিচ্ছন্নতা সংরক্ষণ এবং হোটেল, রেস্তোরা, হাট-বাজারের খাদ্যের মান নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করা।
  • স্যানিটেশন কর্মসূচী বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা এবং স্থানীয় জনসাধারণকে এ কাজে উদ্বুদ্ধ করা।
  • স্বাস্থ্য সম্মত পায়খানা উৎপাদন, বিক্রয় ও ব্যবহারে জনসচেতনতা সৃষ্টি করা।
  • জবাইকৃত পশুর মাংসের মান নিয়ন্ত্রণ করা।
  • পৌর স্বাস্থ্য কার্যক্রম বাস্তবায়ন ও সম্পাদনে নিয়োজিত সকল সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি সংস্থার সাথে সমন্বয় সাধন করা।
  • পৌর এলাকার সকল বাড়িঘর, জনপথ, সাধারণ পায়খানা, প্রসাবখানা, নর্দমা, ইমারত ও খোলা জায়গা হতে ময়লা আবর্জনা সংগ্রহ ও অপসারণ কাজে দিক নির্দেশনা প্রদানসহ যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।
  • বিভিন্ন স্থানে ময়রা ফেলার পাত্র বা আধারের ব্যবস্থা করা।
  • কোন ইমারত বা জায়গা অস্বাস্থ্যকর বা ক্ষতিকর অবস্থায় থাকলে তা পৌরসভাকে অবহিতকরণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সহায়তা প্রদান।
  • পুরুষ ও মহিলাদের জন্য যথাযথ স্থানে পর্যাপ্ত সংখ্যক পৃথক পায়খানা ও প্রস্রাবখানার ব্যবস্থা করা এবং যথাযথভাবে রক্ষণাবেক্ষণ ও পরিস্কার-পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করা।
  • জন্ম-মৃত্যু নিবন্ধনে জনসচেতনতা বৃদ্ধি করা।
  • অন্যান্য সংশি­ষ্ট বিষয়াদি।