Select Page

যোগাযোগ ও ভৌত অবকাঠামো বিষয়ক স্থায়ী কমিটির কার্যক্রম

কার্যপরিধিঃ

স্থানীয় সরকার বিভাগ কর্তৃক স্থায়ী কমিটি সমূহের কার্যপরিধি না পাওয়া পর্যনত্ম স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক পে্রিরত খসড়া কার্যপরিধি পৌরসভার ২৮/০১/২০১৪ খ্রি: তারিখ অনুষ্ঠিত মাসিক সাধারণ সভার আলোচনা ও সিদ্ধানেত্মর বিবিধ ৭(৬) নং অনুচ্ছেদে অনুমোদন করা হয়েছে। তন্মধ্যে যোগাযোগ ভৌত অবকাঠামো বিষয়ক স্থায়ী কমিটির কার্যপরিধি (TOR) নিম্নরূপ ঃ

  • বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে প্রকৌশল বিভাগকে সহায়তা করা।
  • পৌরসভার সকল অবকাঠামো ইনভেন্টারী, ডাটাবেজ, ম্যাপ, মাস্টার পস্ন্যান ইত্যাদি তৈরীতে প্রকৌশল বিভাগকে দিক নির্দেশনা প্রদান করা।
  • সকল প্রকার উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজ যথাসময়ে মানসম্মতভাবে বাস্তবায়ন নিশ্চিত করণের লক্ষ্যে উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজ সরেজমিনে পরিদর্শণ, মনিটর ও তদারক করা এবং পৌর পরিষদে অগৃগতি পর্যালোচনায় সাহায্য করা।
  • অন্যান্য সংশি­ষ্ট বিষয়াদি।