কার্যপরিধিঃ
স্থানীয় সরকার বিভাগ কর্তৃক স্থায়ী কমিটি সমূহের কার্যপরিধি না পাওয়া পর্যনত্ম স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক পে্রিরত খসড়া কার্যপরিধি পৌরসভার ২৮/০১/২০১৪ খ্রি: তারিখ অনুষ্ঠিত মাসিক সাধারণ সভার আলোচনা ও সিদ্ধানেত্মর বিবিধ ৭(৬) নং অনুচ্ছেদে অনুমোদন করা হয়েছে। তন্মধ্যে আইন শৃংখলা ও জননিরাপত্তা বিষয়ক স্থায়ী কমিটির কার্যপরিধি (TOR) নিম্নরূপ ঃ
- নাগরিক নিরাপত্তা ও আইন শৃংখলা রক্ষা বিষয়ে পৌর পরিষদকে সক্রিয় করা।
- অপরাধ প্রতিরোধ, অপরাধ চিহ্নিতকরণ এবং অপরাধীদের গ্রেফতারে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করা।
- পৌর এলাকার মধ্যে খারাপ এবং সন্দেহজনক চরিত্রের লোকজনের আনাগোনা সম্পর্কে খবর রাখা এবং এ বিষয়ে পৌর পরিষদে আলোচনা ও আইন শৃংখলা বাহিনীকে অবহিত করা।
- সকল প্রকার বিরোধ বা বিবাদ যা পৌরসভা বা সরকারের যে কোন স্থাবর অস্থাবর সম্পত্তির ক্ষতি সাধন বা জবর দখল সম্পর্কে পৌরসভাকে সংবাদ দেয়া এবং উক্তরূপ ক্ষয়ক্ষতি বা জবর দখল প্রতিরোধ করা।
- সকল প্রকার বিরোধ বা বিবাদ যা পৌরসভা এলাকায় দাঙ্গা বা মারাত্বক কলহের সৃষ্টি করতে পারে এবং জনসাধারণের শক্তি বিঘ্নিত হতে পারে এমন ধরণের গোপন সংবাদ বা তথ্যাদি পৌর পরিষদের মাধ্যমে আইন শৃংখলা বাহিনীকে অবহিত করা।
- অগ্নি নির্বাপনে পৌরবাসীকে সতর্ক করা এবং এ বিষয়ে কোন দূর্ঘটনার সংবাদে তড়িৎ ফায়ার বিগ্রেড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে অগ্নি-নির্বাপণের ব্যবস্থা করা।
- অন্যান্য সংশিষ্ট বিষয়াদি।