কার্যপরিধিঃ
স্থানীয় সরকার বিভাগ কর্তৃক স্থায়ী কমিটি সমূহের কার্যপরিধি না পাওয়া পর্যনত্ম স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক পে্রিরত খসড়া কার্যপরিধি পৌরসভার ২৮/০১/২০১৪ খ্রি: তারিখ অনুষ্ঠিত মাসিক সাধারণ সভার আলোচনা ও সিদ্ধানেত্মর বিবিধ ৭(৬) নং অনুচ্ছেদে অনুমোদন করা হয়েছে। তন্মধ্যে পানি সরবরাহ ব্যবস্থাপনা বিষয়ক অতিরিক্ত স্থায়ী কমিটির কার্যপরিধি (TOR) নিম্নরূপঃ
- পানির সরবরাহ ব্যবস্থা সুষ্ঠু ও সুচারূরূপে পরিচালনার পরামর্শ প্রদান।
- পানি সরবরাহ ব্যবস্থা হতে আয় বৃদ্ধির পরামর্শ প্রদান।
- পানি সরবরাহ ব্যবস্থাপনার অগ্রগতি পর্যালোচনা।
- পানি সরবরাহ প্রকল্প প্রণয়ন, বাস্তবায়ন, পরিচালনা, মান নিয়ন্ত্রন ও রক্ষণাবেক্ষণ বিষয়ে কার্যক্রম ও পরামর্শ প্রদান।
- পৌর এলাকায় হসত্মচালিত নলকূপ স্থাপন, মেরামত এবং পূণঃস্থাপন বিষয়ে পরামর্শ প্রদান।
- পানির বিল প্রদান, বিল আদায়, অবৈধ ও খেলাপি গ্রাহকদের পানির সংযোগ বিচ্ছিন্ন করার যথাযথ পরামর্শ ও সুপারিশ প্রদান।
- পানির ব্যবহার, বিল প্রদান, অপচয়রোধ ইত্যাদি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিমূলক পরামর্শ ও কার্যক্রম পরিচালনার সুপারিশ।
- অন্যান্য সংশিষ্ট বিষয়াদি।