Select Page

পানি সরবরাহ ব্যবস্থাপনা বিষয়ক অতিরিক্ত স্থায়ী কমিটির কার্যক্রম

কার্যপরিধিঃ

স্থানীয় সরকার বিভাগ কর্তৃক স্থায়ী কমিটি সমূহের কার্যপরিধি না পাওয়া পর্যনত্ম স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক পে্রিরত খসড়া কার্যপরিধি পৌরসভার ২৮/০১/২০১৪ খ্রি: তারিখ অনুষ্ঠিত মাসিক সাধারণ সভার আলোচনা ও সিদ্ধানেত্মর বিবিধ ৭(৬) নং অনুচ্ছেদে অনুমোদন করা হয়েছে। তন্মধ্যে পানি সরবরাহ ব্যবস্থাপনা বিষয়ক অতিরিক্ত স্থায়ী কমিটির কার্যপরিধি (TOR) নিম্নরূপঃ

  • পানির সরবরাহ ব্যবস্থা সুষ্ঠু ও সুচারূরূপে পরিচালনার পরামর্শ প্রদান।
  • পানি সরবরাহ ব্যবস্থা হতে আয় বৃদ্ধির পরামর্শ প্রদান।
  • পানি সরবরাহ ব্যবস্থাপনার অগ্রগতি পর্যালোচনা।
  • পানি সরবরাহ প্রকল্প প্রণয়ন, বাস্তবায়ন, পরিচালনা, মান নিয়ন্ত্রন ও রক্ষণাবেক্ষণ বিষয়ে কার্যক্রম ও পরামর্শ প্রদান।
  • পৌর এলাকায় হসত্মচালিত নলকূপ স্থাপন, মেরামত এবং পূণঃস্থাপন বিষয়ে পরামর্শ প্রদান।
  • পানির বিল প্রদান, বিল আদায়, অবৈধ ও খেলাপি গ্রাহকদের পানির সংযোগ বিচ্ছিন্ন করার যথাযথ পরামর্শ ও সুপারিশ প্রদান।
  • পানির ব্যবহার, বিল প্রদান, অপচয়রোধ ইত্যাদি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিমূলক পরামর্শ ও কার্যক্রম পরিচালনার সুপারিশ।
  • অন্যান্য সংশি­ষ্ট বিষয়াদি।