Select Page

নগর পরিকল্পনা , নাগরিক সেবা ও উন্নয়ন বিষয়ক স্থায়ী কমিটির কার্যক্রম

কার্যপরিধি

স্থানীয় সরকার বিভাগ কর্তৃক স্থায়ী কমিটি সমূহের কার্যপরিধি না পাওয়া পর্যনত্ম স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক পে্রিরত খসড়া কার্যপরিধি পৌরসভার ২৮/০১/২০১৪ খ্রি: তারিখ অনুষ্ঠিত মাসিক সাধারণ সভার আলোচনা ও সিদ্ধানেত্মর বিবিধ ৭(৬) নং অনুচ্ছেদে অনুমোদন করা হয়েছে। তন্মধ্যে নগর পরিকল্পনা, নাগরিক সেবা উন্নয়ন বিষয়ক স্থায়ী কমিটির কার্যপরিধি (TOR) নিম্নরূপঃ

  • পৌর এলাকার জন্য একটি মহাপরিকল্পনা প্রণয়ন করা এবং বিধি বিধানের সহিত প্রণীতব্য মহাপরিকল্পনা সঙ্গতিপূর্ণ রাখাতে-

    • পৌর এলাকার ইতিহাস, পরিসংখ্যান, জনসেবামূলক এবং অন্যান্য নির্ধারিত বিষয়াদির বিবরণ সম্বলিত একটি জরিপ পরিচালন
    • পৌর এলাকার কোন স্থানের উন্নয়ন ও সমপ্রসারন, উন্নতি সাধন এবং
    • পৌর এলাকার মধ্যে কোন এলাকায় জমির উন্নতি সাধনে ইমারত নির্মান বা পূণঃনির্মাণ সম্পর্কে বিধি নিষেধ নিয়ন্ত্রণ।
  • সকল প্রকার নাগরিক সুবিধা প্রদানের লক্ষ্যে পৌর প্রশাসন এবং সরকারি কর্মকর্তা/কর্মচারীগণের মধ্যে সমন্বয় সাধন ও সমন্বিত কাযৃক্রম পরিচালনায় সহযোগিতা প্রদান করা।
  • নির্দিষ্ট মেয়াদের জন্য উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা
  • অন্যান্য সংশি­ষ্ট বিষয়াদি।