কার্যপরিধিঃ
স্থানীয় সরকার বিভাগ কর্তৃক স্থায়ী কমিটি সমূহের কার্যপরিধি না পাওয়া পর্যনত্ম স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক পে্রিরত খসড়া কার্যপরিধি পৌরসভার ২৮/০১/২০১৪ খ্রি: তারিখ অনুষ্ঠিত মাসিক সাধারণ সভার আলোচনা ও সিদ্ধানেত্মর বিবিধ ৭(৬) নং অনুচ্ছেদে অনুমোদন করা হয়েছে। তন্মধ্যে বাজার মূল্য পর্যবেক্ষণ, মনিটরিং ও নিয়ন্ত্রণ বিষয়ক স্থায়ী কমিটির কার্যপরিধি (TOR) নিম্নরূপঃ
- নিয়মিত বাজার পরিদর্শন এবং পরিদর্শন প্রতিবেদন সুপারিশসহ মেয়র বরাবর দাখিল করা।
- নিত্য প্রয়োজনীয় পণ্যের বর্তমান খুচরা বাজার দর জনসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে আছে কিনা সে বিষয়ে প্রতিবেদন মেয়র বরাবরে দাখিল করা।
- বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যাদির মূল্য নিয়ন্ত্রণের লক্ষ্যে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা কার্যক্রম চালু রাখাতে প্রশাসনের সহযোগিতা নেয়া।
- অন্যান্য সংশিষ্ট বিষয়াদি।