কার্যপরিধি ঃ
স্থানীয় সরকার বিভাগ কর্তৃক স্থায়ী কমিটি সমূহের কার্যপরিধি না পাওয়া পর্যনত্ম স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক পে্রিরত খসড়া কার্যপরিধি পৌরসভার ২৮/০১/২০১৪ খ্রি: তারিখ অনুষ্ঠিত মাসিক সাধারণ সভার আলোচনা ও সিদ্ধানেত্মর বিবিধ ৭(৬) নং অনুচ্ছেদে অনুমোদন করা হয়েছে। তন্মধ্যে নারী ও শিশু বিষয়ক স্থায়ী কমিটির কার্যপরিধি (TOR) নিম্নরূপ ঃ
- প্রতিমাসে ১টি করে সভা করা এবং নিয়মিতভাবে কার্যবিবরণী লিপিবদ্ধ করা।
- পৌরসভার বিভিন্ন কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ নিশ্চিতকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ।
- নারী শিশুসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠির কল্যাণে ও উন্নয়নে বিভিন্নমূখী উন্নয়ন কার্যক্রম গ্রহণে সুপারিশ করা।
- প্রকল্পের আওতায় প্রণীত সংক্ষিপ্ত নির্দেশনা সম্বলিত ধারণামূলক জেন্ডার এ্যাকশন প্যানের সাথে সামঞ্জস্য রেখে পৌরসভার চাহিদা অনুযায়ী জেন্ডার এ্যাকশন প্যান প্রণয়ন এবং টিএলসিসি’র অনুমোদনক্রমে পিডিপি-তে অন্তর্ভূক্তকরণ।
- জেন্ডার এ্যাকশন প্যান বাস্তবায়নের জন্য নারীর উন্নয়ন সংক্রান্ত বাজেট প্রণয়ন করা, বরাদ্দের সুপারিশ করা এবং যথাযথ ব্যবহার নিশ্চিত করা।
- টিএলসিসি, ডবিউএলসিসি ইত্যাদি সংশিষ্ট ফোরামে/সভায় জেন্ডার বিষয়ক কার্যক্রম নিয়মিত উপস্থাপন করা।
- নারী-পুরুষ সমতা সংক্রান্ত বিষয় চিহ্নিত করা এবং জেন্ডার ও জেন্ডার এ্যাকশন প্যান বাস্তবায়ন কার্যক্রম সম্পর্কে কমিউনিটি, সরকারি প্রতিষ্ঠান, এনজিওসহ পৌরসভার ভূমিকা চিহ্নিত করা।
- পৌরসভা উন্নয়ন পরিকল্পনা (পিডিপি) বর্ণিত সংশিষ্ট সকল কার্যক্রমের বাস্তবায়ন ও পরিবীক্ষণে সহায়তা করা।
- আয়বৃদ্ধিমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত নারীদের উৎসাহিত করার জন্য ব্যবসায়ী নারীদের জন্য পৌর মার্কেটে দোকান বরাদ্দের ক্ষেত্রে কোটা সংরক্ষণ।
- নারী ও শিশু পাচার এবং বাল্য বিবাহ রোধে জনগণকে সচেতন করা। যৌতুক বিরোধী অভিযান পরিচালনা করা। যৌতুকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে অবহিত করা।
- জন্ম-মৃত্যুর তথ্যাদি সংগ্রহ ও সংরক্ষণ করা। জন্ম নিবন্ধন করতে পৌরবাসীকে উৎসাহিত করা।
- দুস্থ নারী ও শিশুদের স্বাভাবিক জীবন যাপন ও নিরাপত্তার ব্যবস্থা করা। প্রয়োজনে এতিখানা, বিধবা নিবাস বা আশ্রয় কেন্দ্র ইত্যাদি প্রতিষ্ঠাকরণে সুপারিশ করা।
- ভিক্ষাবৃদ্দি, ইভটিজিং, পতিতাবৃত্তি, কিশোর শ্রম বা কিশোর অপরাধের ন্যায় বিভিন্ন অনাচার বন্ধে জনগণকে সচেতন করা এবং পৌরসভার মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ করতে সুপারিশ করা।
- শিশুদের জন্য শিশু ও নারী বান্ধব খেলার মাঠ ও বিনোদন কেন্দ্র বা পার্ক নির্মাণে সুপারিশ করা।
- পৌরসভার জেন্ডার এ্যাকশন প্যানের যথাযথ বাস্তবায়ন এবং সঠিকভাবে পূরণকৃত মনিটরিং ফরমেট যথাসময়ে প্রকল্প ব্যবস্থাপনা অফিসে প্রেরণসহ মনিটরিং ও রিপোর্টিং সংক্রান্ত বিষয়াদি নিশ্চিত করা।
- পৌর এলাকার নারী নির্যাতন বিষয়ক তথ্যাদি সংগ্রহ, সংরক্ষণ ও এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।
- জেলা পর্যায়ে পৌরসভার ক্ষেত্রে মহিলা বিষয়ক কর্মকর্তা এবং অন্যান্য পৌরসভার ক্ষেত্রে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অথবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা অথবা টিএলসিসি’র সক্রিয় এবং দক্ষ নারী সদস্যকে বিশেষজ্ঞ সদস্য হিসেবে কো-অপ্ট করতে পারবে (যে যে ক্ষেত্রে প্রযোজ্য)
- অন্যান্য সংশিষ্ট বিষয়াদি সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা।