Select Page

তথ্য ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির কার্যক্রম

কার্যপরিধি

স্থানীয় সরকার বিভাগ কর্তৃক স্থায়ী কমিটি সমূহের কার্যপরিধি না পাওয়া পর্যনত্ম স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক পে্রিরত খসড়া কার্যপরিধি পৌরসভার ২৮/০১/২০১৪ খ্রি: তারিখ অনুষ্ঠিত মাসিক সাধারণ সভার আলোচনা ও সিদ্ধানেত্মর বিবিধ ৭(৬) নং অনুচ্ছেদে অনুমোদন করা হয়েছে। তন্মধ্যে তথ্য সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির কার্যপরিধি (TOR) নিম্নরূপঃ

  • পৌরসভা সংক্রান্ত বিভিন্ন উপাত্ত বা তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করা।
  • বিভিন্ন উপাদান প্রস্তুত করণ এবং বার্তা/বাণী প্রণয়ন করা।
  • নগর পরিচালন কর্মসূচীর উৎকর্ষ বিধান এবং পৌরসভার অন্যান্য কর্মকাে- উপর বার্তা/বাণী জনসাধারণের মধ্যে প্রচার করার জন্য সংবাদ পত্র, বিজ্ঞাপন, বিল বোর্ড স্থাপন এবং প্রচার পত্র প্রস্তুতপূর্বক বিলি/বিতরণ করা।
  • পৌর এলাকার ঐতিহাসিক বৈশিষ্টপূর্ণ স্থান সমূহ সংরক্ষণের জন্য ব্যবস্থা গ্রহণ করা।
  • সকল ধর্মের অনুষ্ঠান, স্বাধীনতা দিবস, বিজয় দিবস ও অন্যান্য জাতীয় দিবসগুলি উদযাপন করার ব্যবস্থা গ্রহণ করা।
  • পৌর এলাকায় আগমনকারী বিশিষ্ট অতিথিদের সংবর্ধনার ব্যবস্থা গ্রহণ করা।
  • ব্যায়াম ও খেলাধূলায় উৎসাহ দান এবং র‌্যালী ও টুর্ণামেন্ট আয়োজন ও পরিচালনা করা।
  • পৌর এলাকায় শিক্ষা প্রসারে এবং সমাজ উন্নয়ন ও সংবর্ধনার সম্পাদিত কর্মকাণ্ড বিষয়ে প্রচারের জন্য তথ্য কেন্দ্র প্রতিষ্ঠা করা।
  • অন্যান্য সংশি­ষ্ট বিষয়াদি।