তৎকালীন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের প্রচেষ্টায় ১৯০৩ সালের ১ ফেব্রুয়ারি তদানীন্তন বৃটিশ শাসনামলে প্রতিষ্ঠিত হয়ে চাঁপাইনবাবগঞ্জ মিউনিসিপালিটি (৮.৫৫ বর্গ কি.মি. আয়তন বিশিষ্ট) এর কর্মকাণ্ড শুরু করে, যার প্রথম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন বাবু গিরিশ চন্দ্র মৌলিক। তারপর থেকে কখনও জনগণের নির্বাচিত প্রতিনিধি কখনও প্রশাসনের নির্ধারিত ব্যক্তি দ্বারা পৌর কার্যক্রম পরিচালিত হয়েছে। এভাবে একশ বছরে চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহাকুমা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসকগণ পর্যায়ক্রমে পৌর দায়িত্বে আবর্তিত হয়েছেন। জন্মলগ্ন থেকে শুরু করে অদ্যবধি ১৯ জন চেয়ারম্যান দায়িত্ব পালনের ফাঁকে অর্ন্তবর্তীকালীন সময়ে মহাকুমা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসকগণ দায়িত্ব পালন করেছেন। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার স্বাধীন দেশের প্রথম চেয়ারম্যান হন সেরাজুল হক শনি মিয়া। বিশেষ করে পৌর দুই চেয়ারম্যান জননন্দিত জনাব এহ্সান আলী খান ও আব্দুল মান্নান সেন্টু উন্নয়নের সোপান গড়ে তুলেছিলেন নিঃসন্দেহে। ২০০০ সালে পরিস্কার পরিচ্ছন্নতায় সুনাম অর্জন, ২০০১ সালে সারা দেশের মধ্যে বৃক্ষরোপনে প্রথম স্থান লাভ করে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারে ভূষিত এবং অক্টোবর, ২০১৭ সালে বিশ্বব্যাংক কর্তৃক সুশাসন (গুড গভার্নেন্স) বিভাগে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা শ্রেষ্ঠ পৌরসভা নির্বাচিত হয়। মহানন্দা নদীর দক্ষিণ পাড়ে গড়ে উঠা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা রাজধানী ঢাকা হতে প্রায় ৩২০ কি.মি. পশ্চিমে অবস্থিত। কালের ক্রান্তি পার করে ধাপে ধাপে অগ্রসর হয়ে পৌরসভা শতবর্ষ অতিক্রম করেছে। আম্র কাননে পরিবেষ্টিত চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাচীন গৌড় বঙ্গের পাল বংশ, সেন বংশ ও হোসেনশাহী আমলের অজস্র স্মৃতি ধারণ করে আছে। জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ইতিহাস অতি পুরাতন।বিস্তারিত