Select Page

মৎস্য ও পশু সম্পদ বিষয়ক স্থায়ী কমিটির কার্যক্রম

কার্যপরিধি

স্থানীয় সরকার বিভাগ কর্তৃক স্থায়ী কমিটি সমূহের কার্যপরিধি না পাওয়া পর্যনত্ম স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক পে্রিরত খসড়া কার্যপরিধি পৌরসভার ২৮/০১/২০১৪ খ্রি: তারিখ অনুষ্ঠিত মাসিক সাধারণ সভার আলোচনা ও সিদ্ধানেত্মর বিবিধ ৭(৬) নং অনুচ্ছেদে অনুমোদন করা হয়েছে। তন্মধ্যে মৎস্য প্রাণী সম্পদ বিষয়ক স্থায়ী কমিটির কার্যপরিধি (TOR) নিম্নরূপ ঃ

  • পৌরসভার পরিবেশ রক্ষাকল্পে পশু পাখি খামারের স্থান নির্বাচন, পরিবেশ রক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করা।
  • গবাদি পশু হাঁস-মুরগীর মড়ক সংক্রানত্ম রোগ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা এবং অনুরূপ রোগ জীবানু দ্বারা যে সকল পশু আক্রান্ত হয় সে সকল পশুর চিকিৎসা ও ধ্বংসের ব্যবস্থা করা।
  • পৌর এলাকাস্থ কোন পুকুর বা জলাধারকে সাধারণ মৎস্য চাষের উপযোগী করার ব্যবস্থা গ্রহণ করা।
  • নির্দেশিত উপায়ে পুকুর বা জলাধারকে সাধারণ মৎস্য চাষের উপযোগী করার ব্যবস্থা গ্রহণ করা
  • অন্যান্য সংশি­ষ্ট বিষয়াদি।