Select Page

কর নিরূপণ ও আদায় বিষয়ক স্থায়ী কমিটির কার্যক্রম

কার্যপরিধি

স্থানীয় সরকার বিভাগ কর্তৃক স্থায়ী কমিটি সমূহের কার্যপরিধি না পাওয়া পর্যনত্ম স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক পে্রিরত খসড়া কার্যপরিধি পৌরসভার ২৮/০১/২০১৪ খ্রি: তারিখ অনুষ্ঠিত মাসিক সাধারণ সভার আলোচনা ও সিদ্ধানেত্মর বিবিধ ৭(৬) নং অনুচ্ছেদে অনুমোদন করা হয়েছে। তন্মধ্যে কর নিরূপণ আদায় বিষয়ক স্থায়ী কমিটির কার্যপরিধি (TOR) নিম্নরূপ ঃ

  • কর, উপ-কর, রেইট, টোল, ফিস ইত্যাদি নিয়মতান্ত্রিকভাবে আরোপ ও বাস্তবায়নের সুপারিশ করা।
  • কর আরোপ অথবা অব্যাহতি বিষয়ে বিধি মোতাবেক মতামত প্রদান।
  • নাগরিক সেবা পাওয়ার লক্ষ্যে কর পরিশোধে জনসাধারণকে উদ্বুদ্ধকরণ।
  • যথাসময়ে পূণঃকর নির্ধারণে সহায়তা প্রদান করা।
  • অন্তর্বর্তীকালীন কর নির্ধারণে সহায়তা প্রদান করা।
  • কর আদায় পর্যালোচনা ও আদায় বৃদ্ধির লক্ষ্যে সার্বিক সহযোগিতা করা।
  • হোল্ডিংসহ অন্যান্য আয় সংক্রান্ত বিবরণীর ডাটাবেজ তৈরী ও হালনাগাদ করার জন্য সংশি­ষ্টদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা।
  • কর আদায় ও সেবা গ্রহণ বিষয়ে পৌরসভা ও জনগণের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করা।
  • রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে নতুন খাত খুঁজে বের করা।
  • অন্যান্য সংশি­ষ্ট বিষয়াদি।